Wednesday, September 16, 2020

আমার লেখা ও সুর করা গান এখন আমার নিজের কণ্ঠে আমার ইউটিউব চ্যানেলে


 অনুগ্রহ করে subscribe করুন। 

আমার ইউটিউব চ্যানেলে গিয়ে subscribe করে রাখলে আমার অনেক গান শুনতে পারবেন। 

https://youtu.be/QlXruy28EPA

Sunday, December 22, 2019

কবিতা-মুখোশ
সুসময় বিশ্বাস
-----------------------------------------------
সর্বনাশের পাশাখেলায়
            সাজায় গুটি ছলের কলে,
জিতের নামে ভণ্ড হাসে
            জীবন জুড়ে আগুন জ্বলে।
পরের দুঃখে কুমির আবার
            মিছেই কেঁদে সাজে গোসাই,
সুযোগ পেলেই জ্যান্ত-মরা
            খাবলে খায় সে হয়ে কসাই।
হিংস্রতারই পেশীর বলে
             শাসন করে বনের রাজা,
নিরীহ সব পশুপাখি
              নির্বিচারে পায় গো সাজা।
সমাজে আজ বহুরূপী
            গিরগিটিরা বেড়ায় ঘুরে,
দুর্বলেরই রক্ত খেয়ে
            দেয় যে পুঁতে কবর খুঁড়ে।
মিষ্টি কথায় মন ভুলিয়ে
            দেয় মাথাতে হাত বুলিয়ে,
স্বার্থ গেলে সব ফুরিয়ে
             সুজন যত যায় লুকিয়ে।
দর্পভরে সর্পসম
           করবে যতো হৃদয়ক্ষত
নিজের বিষেই ধ্বংস হবে
           পাপের সাজা মিলবে ততো।
ফাঁকা ঢাকে মারলে তালি
           ডুড়ুম ধমাক বাজবে খালি,
ভেতর শূন্য কোথায় পুণ্য
           তালের গোলে বেরোয় গালি।
---‐------------------------------------------------
তারিখ--৩০শে অগ্রহায়ণ ১৪২৬
ইং-১৭/১২/১৯
-----------------------------------------------------

কবিতা-অন্তর্যামী

কবিতা-অন্তর্যামী
-সুসময় বিশ্বাস

যার করুণায় ভুবন আলো,
         জীবন মরণ সবই ভালো।
তিনি আমার ভোরের আকাশ,
         মননলোকে জ্ঞানের প্রকাশ।
সকল দুখের সাথী জানি,
          তাঁকেই শুধু আপন মানি।
পথের খোঁজে হয়েছি বার,
         দুখের নদী হবো  যে পার।
দীপ জ্বলেনি আঁধার রাতে
         ঘুম আসেনি নয়ন পাতে।
আপন মনের নিরব কায়ায়,
          স্বপ্নছায়ে ডাকছে আমায়।
কখনো সে আধেক ঘুমে,
          ললাট আমার ভরায় চুমে।
ভালোবেসে স্নেহের ছোঁয়ায়,
           দুঃখ-বেদন সবই ভোলায়।
চাওয়া-পাওয়া নেই কিছু আর,
           সব সঁপেছি চরণে তার।
কল্পলোকে আমার আমি,
           তিনিই আমার অন্তর্যামী।
---------------------------------------------------
তারিখ--২২/১২/১৭
---------------------------------------------------